ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বঙ্গবন্ধু গোল্ডকাপ

চ্যাম্পিয়ন ধোলাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
চ্যাম্পিয়ন ধোলাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়: বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৫-এ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার ডেমরার ধোলাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়।
 
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে খুলনা বিভাগের হরিনাকুন্ডের চটকাবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে তারা এই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।



ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এ সময় প্রধান অতিথি হিসেবে মাঠে উপস্থিত ছিলেন।

ষষ্ঠবারের মতো বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে পর্যায়ক্রমে ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে খেলা অনুষ্ঠিত হয়।

এবার এই টুর্নামেন্টে ৬৩,৫০৯টি প্রাথমিক বিদ্যালয়েরর ১০,৭৯,৬৫৩ খুদে ফুটবলার অংশ নেয়।

আগামী ১৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ২২৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এসএ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।