ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিসাসের নতুন উপদেষ্টার দায়িত্ব গ্রহণ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
জাবিসাসের নতুন উপদেষ্টার দায়িত্ব গ্রহণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) নতুন উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মো. শাহেদুর রশিদ।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সাংবাদিক সমিতির কার্যালয়ে সাধারণ সভায় তিনি এ দায়িত্ব নেন।



এ সময় আনুষ্ঠানিকভাবে সাবেক উপদেষ্টা অধ্যাপক ফরিদ আহমেদ নতুন উপদেষ্টার কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

জাবিসাসের সভাপতি বেলাল হোসাইনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমিতির সাধারণ সম্পাদক মওদুদ আহমেদ সুজন, সহসভাপতি
সানাউল্লা মাহী, যুগ্ম সম্পাদক নুর মোহাম্মদ জাবেদ, দপ্তর ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম হিরা, সৈয়দ এলতেফাত হোসাইন, দিদারুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।