ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে নেপালের ভূমিকম্পের চিত্র প্রদর্শনী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
জাবিতে নেপালের ভূমিকম্পের চিত্র প্রদর্শনী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নেপালের ভয়াবহ ভূমিকম্পের বিভিন্ন চিত্র নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী চিত্র প্রদর্শনী।

রোববার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের প্রত্মতত্ত্ব বিভাগ।

এ সময় প্রত্নতত্ত্ব বিভাগের অতিথি শিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন স্টিফেন টি. একার্ড। তিনি প্রদর্শিত ছবিগুলোর বিভিন্ন বর্ণনা দেন।

তিনি বলেন, নেপাল বর্তমানে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। ভূমিকম্প সহনশীল বাড়ি-ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নেপালকে গড়ে তোলার ক্ষেত্রে বিশ্ব সম্প্রদায় সহযোগিতা করছে।

জাবি উপাচার্য তার বক্তব্যে ভূমিকম্পের ক্ষয়-ক্ষতি রোধে মানুষজনের সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এ মামুন, প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক অধ্যাপক ড. অসিত বরণ পাল, জুলকার নাইন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
আরএইচএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।