ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে ২ সহকারী পরিচালককে পেটালেন শিক্ষক

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
জাবিতে ২ সহকারী পরিচালককে পেটালেন শিক্ষক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) তুচ্ছ ঘটনা কেন্দ্র করে শারীরিক শিক্ষা বিভাগের দুই সহকারী পরিচালককে মারধর করেছেন ভাষা ও শিক্ষা কেন্দ্রের এক খণ্ডকালীন শিক্ষক।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ঘটনা ঘটে।



প্রতক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক ও ক্রিকেট কোচ দেবব্রত পাল কেন্দ্রীয় খেলার মাঠে ক্রিকেট খেলার জন্য ফিল্ড রাউন্ডের কাজ করছিলেন। এমন সময় ভাষা ও শিক্ষা কেন্দ্রের (জার্মানি ভাষার) খণ্ডকালীন শিক্ষক রাকিবুল হাসান তুষার সেখানে গিয়ে কোনো কারণ ছাড়াই তাকে মারধর করেত থাকেন।

এসময় ঠেকাতে এলে অ্যাথলেটিক কোচ এস এম সাদাত হোসেনকেও মারধর করেন তিনি। পরবর্তীতে এ ঘটনা দেখে কয়েকজন শিক্ষার্থী ওই শিক্ষককেও (তুষার) মারধর করেন বলে জানা যায়।

ঘটানার বিচার চেয়ে ওই দুই সহকারী পরিচালক বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের কার্যালয়ে যান। এসম উপাচার্য তাদের লিখিত অভিযোগ দিতে বলেন। এর পরিপ্রেক্ষিতে তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সাংবাদিকদের জানান তিনি।

এদিকে এক শিক্ষক জানান, তুষার বেশ কয়েকমাস থেকে মানসিক সমস্যায় ভ‍ুগছেন। এ সমস্যা বেড়ে যাওয়ার কারণেই মূলত এ ধরনের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে বিভিন্ন মাধ্যমে খণ্ডকালীন শিক্ষক রাকিবুল হাসান তুষারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।