ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবির লোক-প্রশাসন বিভাগের পুনর্মিলনী ৫ মার্চ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
জাবির লোক-প্রশাসন বিভাগের পুনর্মিলনী ৫ মার্চ

জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোক প্রশাসন বিভাগের এক দশক পূর্তি উপলক্ষে আগামী ৫ মার্চ বিভাগের ১ম পুনর্মিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক মুহাম্মদ ছায়েদুর রহমান এ তথ্য জানান।



তিনি বলেন, লোক প্রশাসন বিভাগের এক দশক পূর্তি উপলক্ষে এ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন কার্যক্রমও চলছে।

আগামী ২৯ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থীদের নিজ নিজ ব্যাচের প্রতিনিধি ও প্রাক্তণ শিক্ষার্থীদের ২শ’ টাকা জমা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

দিনব্যাপী অনুষ্ঠানে থাকবে আনন্দ র‌্যালি, আলোচনা সভা, সেমিনার, মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

উল্লেখ্য, ২০০৭ সালে লোক-প্রশাসন বিভাগের যাত্রা শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
ওএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।