ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গণবিশ্বদ্যালয়ে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

গণ বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
গণবিশ্বদ্যালয়ে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গণ বিশ্ববিদ্যালয় (সাভার): আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গণবিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করা হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও গণ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে প্রতিবেশী দেশ ভারতের রাজ্যসমূহের জনজীবন, ভাষা ও সংস্কৃতি নিয়ে তিন দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

 

সোমবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচ এ অডিটোরিয়ামে এ সম্মেলনের উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।  

একই অডিটোরিয়ামে ২৪ ফেব্রুয়ারি সম্মেলন সমাপ্ত ঘোষণা করা হবে।  

জাবি উপাচার্য বলেন, সম্মেলনের মাধ্যমে দু’দেশের মধ্যে জানার পরিধি যেমন বাড়বে তেমনি বন্ধুত্ব আরো সুদৃঢ় হবে। তিনি ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধে ভারতের সর্বাত্মক সহযোগিতার জন্য আনুষ্ঠানিক কৃতজ্ঞতাও জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ।


সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এমিরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী।

প্রথম দিনের সম্মেলন স্বাগত বক্তব্য রাখেন- সম্মেলনের আহ্বায়ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এটিএম আতিকুর রহমান ও গণ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক মনসুর মুসা।


সম্মেলনে প্রথম দিনে মোট তিনটি সেশনে আন্তর্জাতিক সম্পর্ক ও ভূগোল, আঞ্চলিক সংস্কৃতি এবং ধর্ম ও সাংস্কৃতিক সাদৃশ্য বিষয়ে মোট সতেরজন গবেষক ও শিক্ষক তাদের প্রবন্ধ উপস্থাপন করেন।

সবশেষে লালনের গান পরিবেশন করেন কুষ্টিয়ার লালন একাডেমির বাউলরা। ২৩ ফেব্রুয়ারি সম্মেলন অনুষ্ঠিত হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে। ২৪ ফেব্রুয়ারি গণস্বাস্থ্য কেন্দ্রের পি এইচ এ অডিটোরিয়ামে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হবে।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
এএটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।