ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

অাখাউড়ায় ৩ শিক্ষার্থী বহিষ্কার, ২ শিক্ষককে অব্যাহতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
অাখাউড়ায় ৩ শিক্ষার্থী বহিষ্কার, ২ শিক্ষককে অব্যাহতি

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায়  এসএসসি ও সমমানের পরীক্ষায় নকল করার অভিযোগে তিন শিক্ষার্থীকে বহিষ্কার ও দুই শিক্ষককে হল পরিদর্শকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলা সদরের টেকনিকেল ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।



সূত্র জানায়, ওই মাদ্রাসা কেন্দ্রের পরীক্ষার হলে নকল পাওয়ায় স্থানীয় রানীখার সৈয়দ এমদাদুল বারী গাউসিয়া অালিম মাদ্রাসার মাদ্রাসার তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এছাড়া ওই প্রতিষ্ঠানে পরিদর্শকের দায়িত্বে থাকা মো. আরিফুর রহমান ও মাহফুজা আক্তার নামে দুই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

এদিকে, আখাউড়া রেলওয়ে উচ্চ বিদ্যালয় ও নাছরীন নবী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষা হলে উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ একাধিক নেতা প্রবেশ করেন বলে অভিযোগ উঠেছে।

বিষয়টি জানতে পেরে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আহ্সান হাবিব মঙ্গলবার উপজেলা ছাত্রলীগের সভাপতি তানজিল শাহ তচ্ছনকে কেন্দ্রে না আসতে নির্দেশ দিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানজিল শাহ তচ্ছনের ছোট ভাই আখাউড়ার রেলওয়ে উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। ফলে প্রতিটি পরীক্ষাতেই তচ্ছন ওই কেন্দ্রে হাজির হওয়ায় কেন্দ্রের পরিবেশ বিনষ্ট হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।