ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবিতে ‘মুক্তির ভাষা’ গ্রন্থের প্রকাশনা উৎসব

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, মার্চ ৭, ২০১৬
জবিতে ‘মুক্তির ভাষা’ গ্রন্থের প্রকাশনা উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মীর মোশারেফ হোসেন ও বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলামের রচিত ‘মুক্তির ভাষা’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

গ্রন্থটি মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ওপর লিখিত।


সোমবার (০৭ মার্চ) দুপুর ১২টায় জবি উপাচার্যের সভাকক্ষে এ উৎসব অনুষ্ঠিত হয়।

উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সভাপতিত্বে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম কর্মী সৈয়দ হাসান ইমাম গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন- স্বাধীন বেতার কেন্দ্রের অনুষ্ঠান ঘোষক মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র ভৌমিক ও কণ্ঠশিল্পী মাজহারুল ইসলাম, জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হেলেনা ফেরদৌসী, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান জুনায়েদ আহমদ হালিম প্রমুখ।

এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৬
ওএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।