ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির তরুণ শিক্ষক শাহাবুল আলমের মৃত্যুতে উপাচার্যের শোক

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, মার্চ ৭, ২০১৬
ঢাবির তরুণ শিক্ষক শাহাবুল আলমের মৃত্যুতে উপাচার্যের শোক

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তরুণ শিক্ষক ড. মো. শাহাবুল আলমের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক গভীর শোক প্রকাশ করেছেন।

সোমবার (৭ মার্চ) এক শোকবাণীতে উপাচার্য বলেন, তিনি একজন মেধাবী শিক্ষক ছিলেন।

তার অবদান বিশ্ববিদ্যালয় স্মরণ রাখবে। পদার্থ বিজ্ঞানের শিক্ষক হিসেবে তিনি আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ সুনাম অর্জন করেছেন। তার অকাল মৃত্যুতে আমরা অত্যন্ত মর্মাহত।
 
উপাচার্য ড. মো. শাহাবুল আলমের মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এর আগে, ড. মো. শাহাবুল আলম রোববার (৬ মার্চ) দিনগত রাতে সৌদি আরবের কিং সৌদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৪০ বছর।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৬
এসএ/এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।