ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে ৭ম বায়োকেমিস্ট্রি অলিম্পিয়াড অনুষ্ঠিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
ঢাবিতে ৭ম বায়োকেমিস্ট্রি অলিম্পিয়াড অনুষ্ঠিত

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে সপ্তমবারের মতো অনুষ্ঠিত হয়েছে বায়োকেমিস্ট্রি অলিম্পিয়াড প্রতিযোগিতা।

শনিবার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে অলিম্পিয়াডের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করে ব্র্যাক ব্যাংক।

বিজ্ঞানে উচ্চশিক্ষা ও গবেষণায় নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এ অলিম্পিয়াডের আয়োজন।
 
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক শহীদ আকতার হোসেন, ফেকাল্টি অব বায়োলজিক্যাল সায়েন্সের ডিন
অধ্যাপক  ড. এম ইমদাদুল হক, প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো.সায়েদুল ইসলাম এবং ৭ম বায়োকেমিস্ট্রি অলিম্পিয়াডের সদস্য সচিব শান্তনু সাহা রায়।  

অলিম্পিয়াডে ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন স্কুল-কলেজের ৫০০ জনের বেশি শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী।

এ সময় বিশেষ পুরস্কার হিসেবে বিজয়ী দুই শিক্ষা প্রতিষ্ঠানের ল্যাবরেটরির জন্য মাইক্রোস্কোপ উপহার দেন ব্র্যাক ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
আরএইচএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।