ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

‘মানুষের অর্থনৈতিক মুক্তি ছিল বঙ্গবন্ধুর আজীবনের স্বপ্ন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
‘মানুষের অর্থনৈতিক মুক্তি ছিল বঙ্গবন্ধুর আজীবনের স্বপ্ন’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি ছিল বঙ্গবন্ধুর সারাজীবনের স্বপ্ন।

 

রোববার (১০ এপ্রিল) বিকালে গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শহীদ আহসানউল্লাহ মাস্টার অডিটোরিয়ামে ঐতিহাসিক ৭ মার্চ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী এ সময় তরুণ প্রজন্মের প্রতি বিশ্বের মানচিত্রে নিজের দেশকে উন্নত অবস্থানে নিয়ে যাওয়ার আহ্বান জানান। সেই সঙ্গে শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও জাতির কল্যাণে সততার রাজনীতিতে অংশ নেওয়ার পরামর্শ দেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল।

এছাড়া আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. মো. কামরুজ্জামান ও পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা।

বাংলাদেশ সময়: ০৩০৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।