ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেরোবি’তে বাঁধন’র ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচি

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
 বেরোবি’তে বাঁধন’র ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেরোবি: ‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’ স্লোগানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি শুরু করেছে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন।

রোববার (১৭ এপ্রিল) সকাল ১০টায় হেয়াত মামুদ ভবনের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন বেরোবি উপাচার্য ড. এ কে এম নূর-উন-নবী।

উদ্বোধনকালে বেরোবি উপাচার্য বাঁধনের কর্মকাণ্ডকে মহৎ উল্লেখ করে জীবন বাঁচাতে সবাইকে স্বেচ্ছায় রক্ত দেওয়ার আহ্বান জানান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বেরোবি শিক্ষক ইলিয়াস সাব্বির, কর্মসূচির আহ্বায়ক ফারিয়া ফারজানা লুবা, বাঁধন বেরোবি ইউনিটের সভাপতি মানস রায়, সাধারণ সম্পাদক তাওহীদ বারী প্রমুখ।

তিন দিনব্যাপী এ কর্মসূচি চলবে আগামী ১৯ এপ্রিল পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
কেআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।