ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষার্থীদের জন্য বশেমুরবিপ্রবিতে নতুন বাস

বশেমুরবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
শিক্ষার্থীদের জন্য বশেমুরবিপ্রবিতে নতুন বাস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) নতুন দু’টি বাস সংযুক্ত করা হয়েছে।

 

মঙ্গলবার (১৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সকাল থেকে বিশ্ববিদ্যালয় পরিবহন বিভাগে আরও দু‘টি নতুন বাস যুক্ত হয়েছে। এতে শিক্ষার্থীদের পরিবহন সমস্যা অনেকটাই লাঘব হবে।

এর আগেও শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বশেমুরবিপ্রবিতে তিনটি বাস যুক্ত হয়েছিলো।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।