ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে নবীনদের বরণ করলো বাঁধন বঙ্গবন্ধু হল ইউনিট

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫১ ঘণ্টা, মে ৩১, ২০১৬
জাবিতে নবীনদের বরণ করলো বাঁধন বঙ্গবন্ধু হল ইউনিট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাবি: জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ৪৫তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বাঁধনের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ইউনিট।

সোমবার (৩০ মে) দিনগত রাত সাড়ে ৮টার দিকে বঙ্গবন্ধু হলের কমনরুমে এক অনুষ্ঠান মাধ্যমে তাদের বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবীর বলেন, বাঁধন একটি সামাজিক আন্দোলনের নাম। মানবতার কল্যাণে কাজ করার উত্তম মাধ্যম হলো বাঁধন। এর মাধ্যমে শিক্ষার্থীরা একদিকে যেমন নিজের মনকে বড় করতে পারবে, তেমনি দেশ জাতির কল্যাণে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম রব্বানী, জাবি বাঁধন জোনের সভাপতি বিপ্লব, কেন্দ্রীয় উপদেষ্টা সা্‌ইদ শাহীন, কোষাধ্যক্ষ ওয়াসীম আকরাম, বঙ্গবন্ধু হল সভাপতি ইব্রাহীম খলিল আপন, সহ-সভাপতি রকিবুল আলম ও সাংগঠনিক সম্পাদক সৈকত প্রমুখ।  

অনুষ্ঠানে প্রথম রক্তদাতা ও পাঁচ ব্যাগের বেশি রক্তদাতাদের সার্টিফিকেট দেওয়া হয়।

এর আগে, বাঁধনের আয়োজনে নবীন শিক্ষার্থীদের জন্য ফুটবল ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ০৫৪৭ ঘণ্টা, মে ৩১, ২০১৬
আরবি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।