ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে শিক্ষক হত্যার বিচার দাবিতে মিছিল

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, জুন ৪, ২০১৬
রাবিতে শিক্ষক হত্যার বিচার দাবিতে মিছিল ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যার বিচারের দাবিতে শোক মিছিল ও সমাবেশ করেছে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী।

শনিবার (০৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ কলাভবনের সামনে থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

পরে ‘মুকুল প্রতিবাদ ও সংহতি মঞ্চে’ গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে আন্দোলন কর্মসূচি স্থগিতের কিছুদিন পর নতুন করে শনিবার এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হলো।

সমাবেশে ইংরেজি বিভাগের সভাপতি এ এফ এম মাসউদ আখতার বলেন, মামলার কিছুটা অগ্রগতি হয়েছে বলে আমরা মনে করছি। তাই আমরা শুধুমাত্র শনিবার কর্মর্সূচি পালন করবো।

এদিকে, আন্দোলন স্থগিতের পর নতুন করে কর্মসূচি পালনের কথা জানিয়েছে রাবি শিক্ষক সমিতি।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক শহীদুল্লাহ্ জানান,  আগামী ৬ জুন সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়েল সিনেট ভবনের সামনে শিক্ষক সমিতি মানববন্ধন করবে।

গত ২৩ এপ্রিল রাজশাহীর শালবাগন এলাকায় নিজ বাসার কাছে দুর্বৃত্তদের হাতে খুন হন অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী। এ ঘটনার পর থেকে বিচারের দাবিতে আন্দোলন করে আসছিলেন শিক্ষক-শিক্ষার্থীরা।

তবে স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে গত ১৫ মে ইংরেজি বিভাগ ও ১৭ মে রাবি শিক্ষক সমিতি তাদের স্থগিত করে।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, জুন ৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ