ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে সাংবাদিকদের উপর হামলায় শাবি প্রেসক্লাবের নিন্দা

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, জুন ৯, ২০১৬
জাবিতে সাংবাদিকদের উপর হামলায় শাবি প্রেসক্লাবের নিন্দা

শাবিপ্রবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের উপর হামলার নিন্দা জানিয়েছে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।

 

বৃহস্পতিবার (৯ জুন) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি শফিকুল ইসলাম ও বিডি প্রেস ডট নেটের প্রতিনিধি আবু রায়হানের উপর ছাত্রলীগ কর্মীদের হামলার ঘটনায় নিন্দা ও  প্রতিবাদ জানান নেতারা।

শাবি প্রেসক্লাব সভাপতি জাবেদ ইকবাল ও সাধারণ সম্পাদক সরদার আব্বাস আলী বলেন, সাংবাদিকরা বিভিন্ন ঝুঁকি নিয়ে তাদের পেশাগত দায়িত্ব পালন করেন। কিন্তু গণমাধ্যমকর্মীদের ওপর এ ধরনের হামলা সুষ্ঠু ও স্বাধীন মত প্রকাশে হুমকি। তাই এ ধরনের হীন কাজ ভবিষ্যতে যাতে কেউ না করে সেজন্য জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, জুন ৯, ২০১৬
জিসিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ