ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবির ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, জুলাই ৫, ২০১৬
রাবির ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার

রাজশাহী: উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপিঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে বুধবার (০৬ জুলাই)। এ উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর মধ্যে বিশ্ববিদ্যালয়কে রঙিন সাজে সাজানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে জানা যায়, বুধবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। এ সময় আরও উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর এন্তাজুল হক, কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ প্রমুখ।

এর আগে সকালে সিনেট ভবন চত্বরে অতিথিদের উপস্থিতিতে জাতীয় সংগীত পরিবেশন এবং পতাকা উত্তোলন করা হবে। জাতীয় পতাকা উত্তোলন করবেন উপাচার্য ও উপ-উপাচার্য।

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে এরই মধ্যে প্রশাসন ভবনসহ বিভিন্ন ভবন ও স্থাপনাগুলোকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। এখন সেখানে শোভা পাচ্ছে বর্ণিল রঙের আলোকসজ্জা।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৬
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ