ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের আয়োজনে ‘ভূগোল: থিওরি অ্যান্ড প্রাকটিস’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ জুলাই) সকালে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম কর্মশালা উদ্বোধন করেন।
উদ্বোধনী ভাষণে উপাচার্য বলেন, বিশ্বপরিমণ্ডল সম্পর্কে জানতে ভূগোল অধ্যয়ন অপরিহার্য।
তিনি আশা প্রকাশ করেন যে, কর্মশালার মাধ্যমে পুরাতন বিষয়গুলো ফিরে দেখা হবে এবং ভূগোল বিদ্যায় নতুন নতুন দিক উন্মোচিত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আমির হোসেন। ভূগোল ও পরিবেশ বিভাগের সভাপতি অধ্যাপক সাজেদ আশরাফ করীমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন অধ্যাপক ড. মোহা. শামসুল আলম। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন খন্দকার হাসান মাহমুদ।
বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৬
আইএ