ইবি: দেশে জঙ্গি হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মানববন্ধন, র্যালি ও সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক সংগঠন ও ছাত্র সংগঠনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করেন বিএনপিপন্থি শিক্ষক সংগঠন ‘জিয়া পরিষদ’ ও জামায়াতপন্থি শিক্ষক সংগঠন ‘গ্রিন ফোরাম’।
মানববন্ধনে গ্রিন ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইকবাল হোছাইনের পরিচালনায় বক্তব্য রাখেন জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. আলী নুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আক্ররাম হোসেন মুজমদার, গ্রিন ফোরামের সভাপতি শহীদ মুহাম্মাদ রেদওয়ান, অধ্যাপক ড. অলী উল্যাহ, অধ্যাপক ড. নজিবুল হক, অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, অধ্যাপক ড. আবু সিনা, অধ্যাপক ড. নুরুন নাহার, অধ্যাপক ড. মমতাজুল ইসলাম, ড. আব্দুল বারি, ড. মোস্তাফিজুর রহমান, ড. আক্তারুল ইসলাম .ড. কামরুল ইসলাম, কর্মকর্তা সমিতির সাবেক সভাপতি মো. সোহেল প্রমুখ।
এদিকে, সকালে ক্যাম্পাসে র্যালি ও সমাবেশ করে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা জাসদ ছাত্রলীগ। জাসদ ছাত্রলীগের সভাপতি মোস্তফা ইবনে হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রুবেল হোসেনের নেতৃত্বে র্যালিটি অনুষ্ঠিত হয়।
এছাড়া প্রতিদিনের কর্মসূচির অংশ হিসেবে ইংরেজি বিভাগে জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভার আয়োজন করে ইবি শাখা ছাত্রলীগ।
ইবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক অমিত কুমার দাসের পরিচালনায় উপস্থিত শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান সভাপতি সাইফুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
এসআর