ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, আগস্ট ২, ২০১৬
জাবিতে দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (সাভার): ‘জাগ্রত বিবেক দুর্জয় তারুণ্য, দুর্নীতি রুখবেই’ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ‘ইয়েস গ্রুপ’র উদ্যোগে ও টিআইবি’র সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে দুর্নীতিবিরোধী কার্টুন শো ও কার্টুন প্রদর্শনী।

মঙ্গলবার (০২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয় এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

প্রদর্শনীর উদ্বোধন করেন ‘ইয়েস গ্রুপ’র প্রধান উপদেষ্টা সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক বশির আহমেদ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এ ধরনের উদ্যোগ তরুণ সমাজকে দুর্নীতির বিরুদ্ধে রুখতে সহায়ক ভূমিকা পালন করবে। আজ যারা তরুণ তারাই আগামীতে দেশ পরিচালনা করবে। এখান থেকে যদি তাদের মনন গড়ে ওঠে তাহলে তারা দুর্নীতি করা তো দূরের কথা, দূর্নীতি রোধ করতেই সচেষ্ট হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংঠনটির উপদেষ্টা সহকারী অধ্যাপক এস এম তারিকুল ইসলাম, টিআইবির ডেপুটি প্রোগাম ম্যানেজার দিলরুবা বেগম মোনালিসা, প্রদর্শনীর টিম লিডার প্রজ্ঞা কবির মিশু ডেপুটি টিম লিডার রকিবুল ইসলাম ও আরিফুল হক প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ