ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জঙ্গিবাদবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জাবি

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৩ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৬
জঙ্গিবাদবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: গ্রিন ইউনিভার্সিটি আয়োজিত জঙ্গিবাদবিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।

শুক্রবার (০৫ আগস্ট) সন্ধ্যায় গ্রিন ইউনিভার্সিটিতে প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়।

বির্তকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণ করেন প্রত্মতত্ত্ব বিভাগের ৪১তম ব্যাচের শিক্ষার্থী শেখ রাহাত রহমান, অর্থনীতি বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী মুশফিকুস সালেহীন ও দর্শন বিভাগের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী আকিফ মাসুমি।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জিয়া রহমান। এ সময় উপস্থিত ছিলেন গ্রিন ইউনির্ভাসিটির উপাচার্য অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী।

বাংলাদেশ সময়: ০১০১ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ