জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রসায়নবিদ অধ্যাপক সৈয়দ সফিউল্লাহর মৃত্যুতে শোকসভার আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
শনিবার (০৬ আগস্ট) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।
তিনি বলেন, মানুষ চলে যায় কিন্তু তার কর্ম রয়ে যায়। এমনি একজন ছিলেন অধ্যাপক সফিউল্লাহ। তার কৃতিত্ব মানুষ শ্রদ্ধাভরে আজীবন স্মরণ করবে।
এ সময় মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান অধ্যাপক ফারজানা ইসলাম।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক এসএম ওহিদুজ্জামানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) সদস্য অধ্যাপক শরীফ এনামুল কবির।
এ সময় অন্যদের মধ্যে গণ বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেজবাহ উদ্দিন, অধ্যাপক মাহবুবুল হক, অধ্যাপক ইউসুফ আলী মোল্লা, অধ্যাপক জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে গত ১১ জুন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন অধ্যাপক সৈয়দ সফিউল্লাহ।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৬
এমএ/