ঢাকা: উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফলে জিপিএ’র পাশাপাশি এবার প্রাপ্ত নম্বরও শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড।
যেসব বিষয়ের এমসিকিউ, লিখিত ও ব্যবহারিক পরীক্ষা রয়েছে সেসব বিষয়ের নম্বরগুলোও নম্বরপত্রে উল্লেখ থাকবে।
শনিবার (০৬ আগস্ট) নায়েম মিলনায়তনে একটি কর্মশালায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহাবুবুর রহমান এসব তথ্য জানান।
একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তি পদ্ধতির ওপর এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
আগামী ১৮ আগস্ট এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার কথা রয়েছে।
আগে বিভাগ ভিত্তিক ফলাফলে নম্বর দেখানো হলেও গ্রেডিং সিস্টেমে ফল প্রকাশের পর নম্বর দেওয়া বন্ধ ছিল।
অধ্যাপক মাহাবুবুর রহমান বলেন, এখন থেকে এসএসসি ও জেএসসি’র পরীক্ষার ফলাফলেও জিপিএ’র পাশাপাশি নম্বর জানিয়ে দেওয়া হবে ছাত্র-ছাত্রীদের। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী বোর্ড কর্তৃপক্ষ এ উদ্যোগ নিয়েছে। অনলাইনে শিক্ষার্থীরা নম্বর জানতে পারবে।
নম্বর জানতে পারলে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়বে বলে আশা করেন আন্তঃশিক্ষা বোর্ড চেয়ারম্যান।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. এসএম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বতে শিক্ষাসচিব মো: সোহরাব হোসাইন বক্তব্য রাখেন।
মাউশি আয়োজিত কর্মশালায় ঢাকা মহানগরীর সরকারি বেসরকারি কলেজের অধ্যক্ষরা একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তি কার্যক্রমের উপর তাদের মতামত তুলে ধরেন।
** ‘অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানেই জঙ্গিবাদের কার্যক্রম’
বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৬
এমআইএইচ/এমজেএফ/