ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সোমবার থেকে ক্লাস বর্জনের সিদ্ধান্ত জবি শিক্ষার্থীদের

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৬
সোমবার থেকে ক্লাস বর্জনের সিদ্ধান্ত জবি শিক্ষার্থীদের

জবি: নতুন হল নির্মাণ ও নাজিমুদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারের জায়গায় হল করে আবাসন সংকট নিরসনের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সোমবার (০৮ আগস্ট) থেকে তিন ঘণ্টা ক্লাশ বর্জন করে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
 
রোববার (০৭ আগস্ট) সকাল ১০টায় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল শেষে এ ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।


 
এর আগে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল নিয়ে প্রদক্ষিণ করেন। পরে তারা মিছিলটি নিয়ে ক্যাম্পাসের প্রধান গেট বন্ধ করে স্লোগান, প্রতিবাদী গান ও গেটের সামনে বসে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ শেষে রোববার দুপুরে শিক্ষার্থীদের এক সমাবেশে ক্লাস বর্জনের ডাক দেওয়া হয়। সমাবেশ শেষে দুপুর ১২টা ২০ মিনিটে কর্মসূচি ঘোষণা করে তালা খুলে দেওয়া হয়।
 
আন্দোলনকারী এক শিক্ষার্থী খান শিহাবুদ্দিন বলেন, সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্লাস বর্জন করবেন।
 
এদিকে প্রক্টর ড. নূর মোহাম্মদ বাংলানিউজকে বলেন, বিকেলে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করা হবে। এখন পর্যন্ত শিক্ষার্থীদের এ ব্যাপারে কিছু জানানো হয়নি বলে জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।