ঢাকা: মহান শোক দিবস ও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য আগামী ১৭ আগস্ট পর্যন্ত চলমান আন্দোলন স্থগিত করেছে শিক্ষার্থীরা। তবে এ সময়ের মধ্যে তাদের দাবি সম্পর্কে যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে লাগাতার আন্দোলনের হুমকি দেন তারা।
রোববার (০৭ আগস্ট ) রাত সাড়ে ১০ টার দিকে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার’ নামক একটি ফেসবুক পেইজে এ ঘোষণা দেওয়া হয়।
এতে বলা হয়, ‘এখন যেহেতু শোকের মাস চলছে। তাই জাতির জনক ও তার পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী ১৭ আগস্ট পর্যন্ত এই চলমান আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরে প্রশাসন এবং কর্তৃপক্ষের সাড়া না পেলে আমরা লাগাতার আন্দোলনে যেতে বাধ্য হবো। ’
এর আগে নতুন হল নির্মাণ ও নাজিমুদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারের জায়গায় হল করে আবাসন সংকট নিরসনের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সোমবার (০৮ আগস্ট) থেকে তিন ঘণ্টা ক্লাশ বর্জন করে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ০৪২০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৬
ওএইচ/