জবি: নতুন হল নির্মাণ ও পুরান কেন্দ্রীয় কারাগারের জায়গায় হল নির্মাণ করে আবাসন সংকট নিরসনের দাবিতে সোমবার (০৮ আগস্ট) ৭ম দিনেও স্লোগানে মুখর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।
এদিকে রোববার (০৭ আগস্ট) রাতে আন্দোলনকারী শিক্ষার্থীরা আগামী ১৭ আগস্ট পর্যন্ত আন্দোলন স্থগিতের কথা জানালেও সোমবার সকাল ১০টার দিকে ক্যাম্পাসের ভাস্কর্য্য চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে।
এসময় প্রক্টর ও সহকারী প্রক্টরের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের ধস্তাধস্তি হয় এবং আন্দোলনকারীদের ব্যানার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, আন্দোলন স্থগিতের বিষয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়েছে প্রশাসন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসের বাইরে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৬
জেডএস