ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবিতে নতুন তিনটি বিভাগ চালু

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৬ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৬
জবিতে নতুন তিনটি বিভাগ চালু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: জগন্ন‍াথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নতুন তিনটি বিভাগ চালুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  

সোমবার (৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ৩৮তম জরুরি একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কাউন্সিলে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

তিনটি বিভাগ হল, ‘ল্যান্ড ল অ্যান্ড ম্যানেজমেন্ট’, ‘বায়োকেমেস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি’ এবং ‘জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি’। আগামী ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে নতুন এই তিন বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে।

বিষয়টি বাংলানিউজকে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান।

তিনি বলেন, নতুন এই তিন বিভাগের মধ্যে সরকারের নির্দেশ অনুযায়ী একটি এবং চাকরির বাজারে চাহিদা থাকায় বাকি দু’টি বিভাগ খোলা হয়েছে।

বাংলাদেশ সময়: ০২৩৮ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।