ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে বৃক্ষরোপণ কর্মসূচি বুধবার

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৬
জাবিতে বৃক্ষরোপণ কর্মসূচি বুধবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (সাভার): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বনায়নের মাধ্যমে সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বনায়ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বুধবার (০৯ আগস্ট) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যাতে বলা হয়েছে, জাতীয় বৃক্ষরোপণ অভিযান উপলক্ষে আগামী ১০ আগস্ট (বুধবার) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় অগ্রণী ব্যাংক লিমিটেডের দক্ষিণ পাশে দুর্লভ প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে ‘বৃক্ষরোপণ কর্মসূচি- ২০১৬’ উদ্বোধন করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।