ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে সামাজিক ব্যবসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
শাবিপ্রবিতে সামাজিক ব্যবসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে ‘বাংলাদেশে সামাজিক ব্যবসা: অর্জিত অভিজ্ঞতা এবং শিক্ষণীয় বিষয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বেলা ১১টায় শাবিপ্রবির নৃবিজ্ঞান বিভাগের উদ্যোগে কেন্দ্রীয় মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বিভাগীয় প্রধান অধ্যাপক এ কে এম মাজহারুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক জাভেদ কায়সারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ইনটেল সোশ্যাল বিজনেস লিমিটেডের সিও পাভেল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকারা গ্রুপের চেয়ারম্যান ফয়সাল আহমেদ চৌধুরী, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি স্বর্ণলতা রায়। অনুষ্ঠানে সামাজিক ব্যবসার ওপর উপস্থাপনা করেন পাভেল হক।

বক্তারা বলেন, পা মাটিতে রেখে আকাশ ছোঁয়ার চিন্তা করতে হবে। বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। সামাজিক ব্যবসা নিয়ে তাই এখন ভিন্নভাবে চিন্তা করতে হবে।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।