ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এডিবি প্রতিনিধি দলের সঙ্গে জাবি উপাচার্যের সাক্ষাৎ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৬
এডিবি প্রতিনিধি দলের সঙ্গে জাবি উপাচার্যের সাক্ষাৎ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) একটি প্রতিনিধি দল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শনিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয় রেজিট্রার ভবনে তারা এ সাক্ষাৎ করেন।

সৌজন্য সাক্ষাৎকালে এডিকির দক্ষিণ এশীয় হিউম্যান এন্ড সোসাল ডেভেলপমেন্ট ডিভিশনের সিনিয়র স্পেশালিস্ট ইশুকু তাজিমা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উন্নত তথ্য প্রযুক্তির সুযোগ সুবিধা সম্বলিত একটি অবকাঠামো নির্মাণের আগ্রহ ব্যক্ত করে বলেন, বাংলাদেশের কালিয়াকৈরে প্রতিষ্ঠিত হাইটেক পার্কের জন্য তথ্য প্রযুক্তির জ্ঞান অর্জনকারী দক্ষ জনবলের প্রয়োজন। জাবি সেই চাহিদা পূরণে এডিবির সঙ্গে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপাচার্য প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং তাঁদের আগ্রহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন. কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের এবং বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির শিক্ষকরা এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।