গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, অনার্স ও মাস্টার্স পরীক্ষার সময় কমানোর সিদ্ধান্ত বাতিলের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।
বুধবার (১৭ আগস্ট) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।
পরীক্ষার সময় চার ঘণ্টার পরিবর্তে সাড়ে ৩ ঘণ্টা করার প্রতিবাদে এবং এ সিদ্ধান্ত বাতিলের দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধনে অংশ নেন।
এসময় প্রায় দুই শতাধিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মূল ফটক ঘেরাও করে রাখেন ও পরীক্ষার সময় ফের চারঘণ্টা বহাল রাখার দাবিতে বিভিন্ন শ্লোগান দেন।
শিক্ষার্থীরা জানান, আগে পরীক্ষার সময় ছিল ৪ ঘণ্টা। এখন তা কমিয়ে সাড়ে ৩ ঘণ্টা নির্ধারণ করা হয়েছে। হঠাৎ করে পরীক্ষার সময় কমিয়ে ফেলায় আমাদের সমস্যা হচ্ছে। দাবি না মানা পর্যন্ত এ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি চলবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা বর্জন করা হবে।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
জেডএস