রাজশাহী: রাজশাহী বোর্ডে এবার এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার কমেছে। তবে বেড়েছে জিপিএ প্রাপ্তির সংখ্যা।
বোর্ডে এবার পাসের হার ৭৫ দশমিক ৪০ শতাংশ। গত বছর পাসের হার ছিলো ৭৭ দশমিক ৫৪ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৭৩ জন। গতবার ছিল ৫ হাজার ২৫০ জন।
সুতারাং পাসের হার কমেছে ২ দশমিক ১৪ শতাংশ। তবে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা বেড়েছে ৮২৩ জন শিক্ষার্থীর।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল কালাম আজাদ এই তথ্য নিশ্চিত করেছেন।
দুপুর ১টায় বোর্ডের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে বিস্তারিত ফলাফল প্রকাশ করা হবে বলে জানান তিনি।
গত এপ্রিল মাসে অনুষ্ঠিত এবারের এইচএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষাবোর্ডে এক লাখ ১৭ হাজার ৫৬৮ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ৬৪ হাজার ৮০০ জন ছাত্র এবং ৫২ হাজার ৭৬৮ ছাত্রী ছিলেন।
গত বছর এই সংখ্যা ছিল ১ লাখ ৭ হাজার ৯০ জন। ১ বছরের ব্যবধানে পরীক্ষার্থী বেড়েছে ১০ হাজার ৪৭৮ জন। এবার রাজশাহী বোর্ডের মোট ১৮৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৬
এসএস/বিএস