সিলেট: সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৬৮.৫৯ শতাংশ। যা গত বছরের চেয়ে কম।
পাসের হারের দিকে ছেলেরা এগিয়ে রয়েছে। এবার ছেলেদের পাসের হার ৭০.৩১ ও মেয়েদের পাশের হার ৬৭.১১।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন- শিক্ষাবোর্ডের চেয়ারম্যান একেএম গোলাম কিবরিয়া তাপাদার।
বোর্ডের ২৪৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ৬৪ হাজার ১৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে মোট ৬৩ হাজার ৯৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৪৩ হাজার ৮৭০জন।
সিলেট শিক্ষাবোর্ডে এবার শতভাগ ফলাফল অর্জন করেছে ৫টি কলেজ। এগুলো হলো সিলেট ক্যাডেট কলেজ, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, উইমেন্স মডেল স্কুল অ্যান্ড কলেজ, ভাতরাই স্কুল অ্যান্ড কলেজ ও খাজাঞ্জিবাড়ি স্কুল অ্যান্ড কলেজ।
বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, আগষ্ট ১৮, ২০১৬
এনইউ/বিএস