রাজশাহী: পাসের হারে সারা দেশের মধ্যে দ্বিতীয় অবস্থান অধিকার করলেও এইচএসসি পরীক্ষার ফলাফলে গত ছয় বছরের মধ্যে এবার সবচেয়ে খারাপ ফল করেছে রাজশাহী শিক্ষা বোর্ড।
এ বছর রাজশাহী শিক্ষা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিলো ৭৫ দশমিক ৪০ শতাংশ।
এদিকে, ঢাকা বোর্ডে পাসের হার ৭৩ দশমিক ৫৩ শতাংশ, কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ৪৯ শতাংশ, সিলেট বোর্ডে পাসের হার ৬৮ দশমিক ৫৯ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ৬০ শতাংশ, দিনাজপুরে পাসের হার ৭০ দশমিক ৬৪ শতাংশ, বরিশালে ৭০ দশমিক ১৩ শতাংশ।
ফলাফল পরিসংখ্যানে দেখা যায়, রাজশাহী শিক্ষা বোর্ড বিগত ছয় বছরের মধ্যে এবার সবচেয়ে খারাপ ফলাফল করেছে। এর আগে ২০১৫ সালে পাসের হার ছিল ৭৭ দশমিক ৫৪ শতাংশ, ২০১৪ সালে ৭৮ দশমিক ৫৫ শতাংশ, ২০১৩ সালে ৭৭ দশমিক ৪৪ শতাংশ, ২০১২ সালে ৭৮ দশমিক ৪৪ শতাংশ, ২০১১ সালে ৭৯ দশমিক ০১ শতাংশ ও ২০১০ সালে এইচএসসিতে পাসের হার ছিলো ৭৫ দশমিক ৪৩ শতাংশ।
তবে, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল কালাম আজাদ বলেছেন, বিগত বছরগুলোর তুলনায় ফলাফল খারাপ হলেও তারা এ ফলাফলে খুশি। দেশের দ্বিতীয় সেরা হওয়াটাও অনেক সম্মানের ব্যাপার। তবে আগামীতে দেশ সেরা হওয়ার প্রত্যাশার কথা জানান তিনি।
এবারের পরীক্ষায় মোট ৭১৫টি কলেজ থেকে এক লাখ ১৫ হাজার ৭৮০ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে পাস করেছে ৮৭ হাজার ৩০১ জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৭৩ জন।
এদের ৩ হাজার ৫৮০ জন ছাত্র ও ২ হাজার ৪৯৩ জন ছাত্রী।
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
এসএস/আরআই