ঢাকা বিশ্ববিদ্যালয়: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে ‘একুশ শতকের বিশ্ববিদ্যালয়গুলো কেমন হওয়া উচিত’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর অাহমেদ চৌধুরী মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।
প্রধান বক্তা ছিলেন ডার্বি বিশ্ববিদ্যারয়ের সাবেক উপাচার্য ক্রিস্টোফার জন ইলিংগার। স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
ড. আব্দুল মান্নান বলেন, বাংলাদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ রয়েছে। চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। তাহলে উচ্চশিক্ষার লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা আগস্ট ২০, ২০১৬
এএসআর