ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে ছাত্রফ্রন্টের বিক্ষোভ

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
শাবিপ্রবিতে ছাত্রফ্রন্টের বিক্ষোভ

শাবিপ্রবি: রামপালে বিদ্যুৎকেন্দ্র বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর ১টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।



বিক্ষোভ মিছিলটি শাবিপ্রবির ক্যাফেটেরিয়ার সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে সমাবেশে মিলিত হয়।

শাখা ছাত্রফ্রন্টের আহবায়ক অপু কুমার দাশের সভাপতিত্বে এবং প্রসেনজিৎ রুদ্রের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- নগর সাধারণ সম্পাদক রুবাইয়াৎ আহমেদ, তৌহিদুর রহমান জুয়েল, আবির হোসেন প্রমুখ।

বক্তারা সুন্দরবনকে বাংলাদেশের প্রাণ উল্লেখ করে অবিলম্বে গণবিধ্বংসী এ প্রকল্প বন্ধের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।