জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে ‘ওয়ার্কসপ অন সেলফ্ অ্যাসেসমেন্ট রিপোর্ট রাইটিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয় সিনেট হলে এ কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ব্যক্তিগত দক্ষতা ও শিক্ষার গুণগতমান বৃদ্ধিতে আইকিউএসি বিশেষ সহায়ক ভূমিকা পালন করছে। এ কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি কর্মকর্তারা যুক্ত হলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকাণ্ডে ইতিবাচক ফল আসবে।
এ সময় উপ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক অজিত কুমার মজুমদার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম আবুল কাশেম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. সঞ্জয় কুমার অধিকারীসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
জিসিপি/এমজেএফ