ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

হিজবুত তাহরির সন্দেহে ঢাবি শিক্ষার্থী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
হিজবুত তাহরির সন্দেহে ঢাবি শিক্ষার্থী আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়: হিজবুত তাহরির সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। আটক শিক্ষার্থীর নাম সুলতান আহমেদ।

সে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

বুধবার ( ২৪ আগস্ট ) সকালে বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকের পর দুপুরে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে। আটকের বিষয়টি বাংলানি‌উজকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ ও শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ বলেন, হিজবুত তাহরির সন্দেহে সুলতানকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে। সেখানে তার জিজ্ঞাসাবাদ চলছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক বাংলানিউজকে বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আটকের পর তাকে থানায় দিয়েছে। বর্তমানে সে থানায় রয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
এসকে/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।