ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে এক ছাত্রকে পুলিশে দিয়েছে ছাত্রলীগ

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
রাবিতে এক ছাত্রকে পুলিশে দিয়েছে ছাত্রলীগ

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিবির সন্দেহে আব্দুল কাদের জিলানী নামে এক ছাত্রকে পুলিশে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার (২৪ আগস্ট) দুপুরে ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে তাকে আটক করে পুলিশে দেওয়া হয়।


 
আটক আব্দুল কাদের জিলানী সিরাজগঞ্জের কামারখন্দ এলাকার গোলাম আম্বিয়ার ছেলে। তিনি ইসলামি স্টাডিজ বিভাগ থেকে স্নাতকোত্তর পরীক্ষা দিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ছাত্রলীগের দলীয় টেন্টের পাশ দিয়ে নিজ বিভাগের দিকে যাচ্ছিলেন আব্দুল কাদের। এসময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা রায়হানুল ইসলাম মাসুদ তাকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। পরে তার মোবাইল ফোনে রাবির শিবির নেতা সাইফুদ্দীন ইয়াহিয়ার সঙ্গে তোলা ছবি পাওয়া যায়। এরপর তাকে পুলিশে দেওয়া হয়। পরে পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগের এক কর্মী ওই শিক্ষার্থীকে মারধরও করেন।

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বাংলানিউজকে বলেন, আটক ছাত্রকে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ ও খোঁজখবর নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।