ঢাকা: ‘আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটি’ নামে আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি দিয়েছে সরকার।
রোববার (২৮ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. বেলায়েত হোসেন তালুকদার বাংলানিউজকে বলেন, গত সপ্তাহে নতুন এ বিশ্ববিদ্যালয়টি স্থাপনের অনুমোদন এসেছে।
এ নিয়ে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়ালো ৯৬টি।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, নতুন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের মালিক আনোয়ার হোসাইন খান।
বিশ্ববিদ্যালয়টি হবে রাজধানীর উত্তরায়।
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
এমআইএইচ/এএসআর