পটুয়াখালী: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবন ও প্রধান ফটকের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামসুদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভবনের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন-মৎস্য বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সুলতান মাহমুদ, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. আবুল কাশেম চৌধুরী, বিএএম অনুষদের ডিন প্রফেসর বদিউজ্জামান, রেজিস্ট্রার প্রফেসর জেহাদ পারভেজসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামসুদ্দীন বলেন, ছাত্র-শিক্ষক কেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রাণ। টিএসসি ভবন উদ্বোধনের ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনোদনের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হলো।
অনুষ্ঠানে দোয়া-মোনাজাত পরিচালনা করেন-কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস।
প্রায় ৫ কোটি ২৯ লাখ ৯৯ হাজার ৬২০ টাকায় এ ভবনটি নির্মাণ করা হয়।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ৩২ লাখ ৮১ হাজার ৪৬২ টাকায় নির্মিত বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের উদ্বোধন করেন-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামসুদ্দীন।
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
এমএস/আরবি/