ঢাকা: যুক্তির শাণিত ধারায় তরুণরা জঙ্গিবাদ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মত দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল।
তিনি বলেছেন, পাশাপাশি জঙ্গিবাদ দমনে দরকার সুশিক্ষা।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল আয়োজিত জাতীয় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চার দিনব্যাপী আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক ব্রাদার রবি পিউরিফিকেশন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন যোসেফাইট ডিবেটিং ক্লাবের মডারেটর নেওয়াজুল কবির। এবারের আয়োজনের স্লোগান ‘যুক্তির দ্রোহে লুপ্ত হোক জঙ্গিবাদের গ্লানি, ধ্বনিত হোক প্রগতিরবাণী’।
অ্যাডভোকেট সুলতানা কামাল দুর্নীতির প্রসঙ্গে বলেন, দেশের সর্বস্তরে ছেয়ে যাওয়া দুর্নীতি দূরীকরণের সবার অংশগ্রহণ জরুরি। এক্ষেত্রে কিশোর বয়স থেকে দুর্নীতিকে পরিহার করার শিক্ষা গ্রহণ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আমরা সবাই মিলে যখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারবো, তখনই সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করা সম্ভব হবে। রুখে দেওয়া যাবে জঙ্গিবাদ।
উৎসবে ক্লাবের নিয়মিত প্রকাশনা কাথিকের মোড়ক উম্মোচন করা হয়। আগামী ২৩ অক্টোবর প্রতিযোগিতার গ্রান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
আইএ