জবি থেকে: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘ডি’ ইউনিট অর্থাৎ বিজ্ঞান অনুষদের ২০১৬-১৭ সেশনের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
শুক্রবার (২৮ অক্টোবর) বিকেল ৩টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ মোট ২২টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শুরু হয়েছে।
এই পরীক্ষার মধ্য দিয়েই শেষ হচ্ছে জবির ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা।
এবার ‘ডি’ ইউনিটের ৫৯০টি আসনের বিপরীতে ৪৮,০১২ জন অর্থাৎ প্রতি আসনের বিপরীতে প্রায় ৮১ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন।
ক্যাম্পাসের বাহিরে পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, সরকারি তিতুমীর কলেজ, ফজলুল হক মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ, ঢাকা সেন্ট্রাল গার্লস হাই স্কুল, সেন্ট্রাল উইমেন্স কলেজ, শেখ বোরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ, উইলস্ লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, নীলক্ষেত হাই স্কুল, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা সিটি কলেজ, আইডিয়াল কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুল, এবং অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা।
এদিকে, আগের দুই ইউনিটের পরীক্ষার মতো এ পরীক্ষাতেও কেন্দ্রে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস (ক্যালকুলেটর, ঘড়ি, মোবাইল) নিয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি।
তবে ক্যাম্পাস কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে ড্রেস কোড নিয়ে বেশ কড়াকড়ি দেখা গেলেও বাইরের কিছু কেন্দ্রে কোন রকম চেকিং ছাড়াই শিক্ষার্থীরা প্রবেশ করেন।
এছাড়া, যেকোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম রোধে বিপুল পুলিশ সদস্য ও ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
ডিআর/বিএস