ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবির ‘এইচ’ ইউনিটের ফল প্রকাশ

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
রাবির ‘এইচ’ ইউনিটের ফল প্রকাশ

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রকৌশল অনুষদের (এইচ ইউনিট) ফল প্রকাশ করা হয়েছে।

এতে মেধাক্রম অনুযায়ী ১২০৩ জন শিক্ষার্থীকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে।

রোববার (৩০ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশিত হয়।

প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক মামুন-উর-রশীদ খন্দকার বাংলানিউজকে জানান, প্রকাশিত ফলাফলে প্রাথমিকভাবে উত্তীর্ণদের মধ্যে ১৯ নভেম্বর বিজোড় রোল নম্বরধারীদের এবং ২০ নভেম্বর জোড় রোল নম্বরধারীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। উত্তীর্ণ শিক্ষার্থীদের ১৬ নভেম্বরের মধ্যে বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।

তিনি আরো জানান, সাক্ষাৎকারের সময় প্রার্থীদের বিষয় পছন্দক্রমের ফটোকপি, পরীক্ষক কর্তৃক স্বাক্ষরিত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার নম্বরপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের মূলকপি সঙ্গে রাখতে হবে।

নির্ধারিত তারিখে সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

২২ নভেম্বর ভর্তির চূড়ান্ত তালিকা ও অপেক্ষামান তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।