ঢাকা: ২০১৬-১৭ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে 'ডি' ইউনিটের প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
সোমবার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘ডি’ ইউনিটের ৫৯০টি আসনের (মানবিক ৩৬০, বিজ্ঞান ১৪৪, বাণিজ্য ও অন্যান্য ৮৬) বিপরীতে ৪৮, ০২৬ জন আবেদনকৃত শিক্ষার্থীর মধ্যে ৩৫, ৪৫৯ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন।
এর মধ্যে ‘ডি’ ইউনিটের মানবিক শাখায় ২, ১২৫ জন, বিজ্ঞান শাখায় ৩, ৫৫৩ জন এবং বাণিজ্য ও অন্যান্য শাখায় ১, ৬৮২ জনসহ মোট ৭, ৩৬০ জন শিক্ষার্থী প্রাথমিকভাবে ভর্তির জন্য মনোনীত হয়েছেন।
সিট খালি থাকা সাপেক্ষে পর্যায়ক্রমে ভর্তি র্কাযক্রম সম্পন্ন হবে। 'ডি' ইউনিটসহ সব ভর্তি পরীক্ষার ফল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.jnu.ac.bd) এ পাওয়া যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
ডিআর/আরআইএস/টিআই