ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আজীবন মা-বাবার সঙ্গে থাকার শপথ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
আজীবন মা-বাবার সঙ্গে থাকার শপথ

ঢাকা: আজীবন মা-বাবার সঙ্গে থাকা এবং বয়স্কদের অধিকার ও সেবা প্রদানের আনুষ্ঠানিক শপথ গ্রহণ করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

সোমবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘আওয়ার প্যারেন্টেস উইল অলওয়েজ বি উইথ আস’ শীর্ষক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ শপথ গ্রহণ করেন তারা।

সকালে এজিং সাপোর্ট ফোরাম ও ডিআইইউ ডিরেক্টর স্টুডেন্টস অ্যাফেয়ার্সের সহযোগিতায় শিক্ষার্থীদের সাইকেল র‌্যালি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন থেকে বের হয়ে জাতীয় প্রেসক্লাবে এসে সমবেত হয়।

সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষার্থী রাশেদুল ইসলামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে শপথবাক্য পাঠ করান বিবিএ শেষ বর্ষের শিক্ষার্থী কাজী মেজবাউর রহমান মিশু। আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরেন সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষার্থী আসিফুর রহমান পিয়াস।

সংবাদ সম্মেলনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা শপথ গ্রহণ করেন যে, তারা আজীবন তাদের  মা-বাবার সঙ্গে থাকবেন এবং তাদের প্রতি আরও যত্নশীল হবেন। সেই সঙ্গে বয়স্কদের অধিকার ও সেবা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সামাজিক আন্দোলন গড়ে তুলতে ভূমিকা পালন করবেন।

সংবাদ সম্মেলনে জানানো শিক্ষার্থীদের ভবিষ্যত পরিকল্পনার মধ্যে রয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের সকল শিক্ষার্থীদের মাঝে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা এবং পর্যায়ক্রমে এ সচেতনতার ব্যপ্তি বিস্তৃত করে তৃণমূল পর্যায়ে নিয়ে যাওয়া।

বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের  প্রথম দিনেই এ শপথ পাঠ করানো হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা আরো জানান, তারা তাদের মা-বাবার প্রতি সর্বোচ্চ যত্নশীল হবেন এবং  কখনো কোনো অবস্থাতেই তাদের মা-বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবেন না।         

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
এমএন/ এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।