ঢাকা বিশ্ববিদ্যালয়: ২০১৪ সালের বিএস সম্মান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় ৩০ শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বিজ্ঞান অনুষদের ডিন্স অ্যাওয়ার্ড লাভ করেছেন।
এছাড়া, পুস্তক রচনা ও মৌলিক গবেষণায় অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ অনুষদের তিন শিক্ষককে ডিন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
রোববার (০৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিন্স অ্যাওয়ার্ড প্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
আরেফিন সিদ্দিক বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের অবশ্যই কার্যকর ভূমিকা পালন করতে হবে।
বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, রসায়ন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. নীলুফার নাহার, পরিসংখ্যান, প্রাণপরিসংখ্যান ও তথ্য পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এম এ জলিল প্রমুখ।
বিভাগীয় চেয়ারম্যানদের নিজ নিজ বিভাগের অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের নাম উপস্থাপন করেন। পরিসংখ্যান গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মিসেস জাহিদা গুলশান অনুষ্ঠান সঞ্চালন করেন।
অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষকরা হলেন- পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইসতিয়াক এম. সৈয়দ, পরিসংখ্যান গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. মো. হাসিনুর রহমান খান এবং একই ইনস্টিটিউটের প্রভাষক মিস আজমেরী জামান।
অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- আনিকা তাহসিন, রেদওয়ান মো. হাবিবুল্লাহ, ইফ্ফাত নূর এশা, প্রিয়াঙ্কা দত্ত (পদার্থবিজ্ঞান), মো. মিজানুর রহমান, সুজিত কুমার বালা, অমিত কুমার সাহা, হযরত আলী, মুরশেদ আহমেদ অভি, মারিয়া মাহবুব, রেজওয়ানা রাজ্জাক অঙ্গনা, হাসনা হেনা, নজরুল ইসলাম (গণিত), ফারাহ জেবা, মো. মাজহারুল ইসলাম (রসায়ন), এ এইচ এম মুশফিকুর রহমান নবীন, মোসা. সোনিয়া খাতুন, মো. সাকিবুর হাসান, রুবাইয়া আহমেদ, মো. মাহমুদুর রহমান, মো. আবদুল খালেক, মো. মঞ্জুর মুর্শেদ, মো. রিজুয়ান হক (পরিসংখ্যান, প্রাণ-পরিসংখ্যান ও তথ্য পরিসংখ্যান), এলিজাবেথ বিয়াঙ্কা সরকার, ফারহানা নবী, নুসমা রহমান, শামসিয়া সোবহান, মো. বেলাল হোসেন, মীর রায়হানুল ইসলাম এবং শায়লা শারমিন (ফলিত পরিসংখ্যান)।
বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
এসকেবি/জিপি/বিএস