ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রুয়েটে হল ছাড়ছে শিক্ষার্থীরা

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
রুয়েটে হল ছাড়ছে শিক্ষার্থীরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হল ছাড়তে শুরু করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা।

রাবি: হল ছাড়তে শুরু করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা।

শুক্রবার (১১ নভেম্বর) বিকেল ৩টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।

এরআগে, সকাল ১০টায় এক বৈঠকের পর এ সিদ্ধান্ত নেয় বলে বাংলানিউজকে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মো. জালালউদ্দিন।

এদিকে, ক্যাম্পাস বন্ধ ঘোষণার পর বিভিন্ন আবাসিক হল থেকে শিক্ষার্থীরা প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হল ছাড়ছেন।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) ল্যাপটপ চুরির ঘটনাকে কেন্দ্র করে রুয়েট ছাত্রলীগ কর্মী তপু ও সাখওয়াত গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এরপর কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেন ও শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বাংলানিউজকে বলেন, ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জালালউদ্দিন বাংলানিউজকে জানান, ১৭ নভেম্বর পর্যন্ত ক্যাম্পাস বন্ধ থাকবে। ক্যাম্পাস খুলবে আগামী ১৮ নভেম্বর সকাল ৯টায়।

**ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে রুয়েট বন্ধ ঘোষণা

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
এনটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।