ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গোবিন্দগঞ্জের ঘটনায় শাবিপ্রবিতে বিক্ষোভ

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
গোবিন্দগঞ্জের ঘটনায় শাবিপ্রবিতে বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল সম্প্রদায়ের লোকজনের ওপর হামলার প্রতিবাদে ও জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মানববন্ধন ও বিক্ষোভ-মিছিল করেছেন শিক্ষার্থীরা।

শাবিপ্রবি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল সম্প্রদায়ের লোকজনের ওপর হামলার প্রতিবাদে ও জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মানববন্ধন ও বিক্ষোভ-মিছিল করেছেন শিক্ষার্থীরা।

 

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুর ১টায় শাবিপ্রবি ক্যাম্পাসে এ মানববন্ধন ও  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক আহ্বায়ক সারোয়ার তুষারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- অধ্যাপক আবদুল আউয়াল বিশ্বাস, অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, প্রভাষক সরকার সোহেল রানা, ছাত্রফ্রন্ট আহ্বায়ক অপু কুমার দাশ, গিয়াস বাবু, রাকিবুল হাসান, দীপঙ্কর কপিল দে, মুন্না, নিশান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বার বার সাম্প্রদায়িক হামলার মাধ্যমে এদেশের সংখ্যালঘুদের স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে তারা এদেশের কেউ না।

বিক্ষোভকারীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।