ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
জাবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার বক্তব্য রাখছেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম-ছবি: বাংলানিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার শুরু হয়েছে।

রোববার (০৫ মার্চ) বিভাগের ক্লাসরুমে সেমিনারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

তিনি বলেন, দর্শন সবসময় উজ্জ্বল, সব সময় সাদা।

কীভাবে, কেমন করে নতুন কিছু তৈরি করতে হয় তার নির্দেশনা দেয় এই দর্শন।

সেমিনারটি দেশের মধ্যে জ্ঞানের আদান-প্রদানের মাধ্যমে নতুন জ্ঞানের দ্বার খুলে দেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

একই সঙ্গে এ ধরনের আন্তর্জাতিক মানের সেমিনার আয়োজন করার জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান উপাচার্য।

সেমিনারের উদ্যোক্তা অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের উপস্থাপনায় ও দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক মুহাম্মদ তারেক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক মো. মোজাম্মেল হক, পরিবেশ বাঁচাও আন্দোলনের সভাপতি আবু নাসের খান প্রমুখ।

সেমিনারের প্রথমদিন প্রথম সেশনে ‘উত্তর আধুনিকতা: প্রাচ্যের দ্বারে’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের মিশিগানের ‘সাগিনা ভ্যালি স্টেট বিশ্ববিদ্যালয়’র দর্শন বিভাগের অধ্যাপক ডেভিড পি. নিকলস্।

দ্বিতীয় সেশনে আরও একটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। যা তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া এবং আলোচনা করেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মোহা. শামসুল আলম।

এদিকে দ্বিতীয় দিন সোমবার (০৬ মার্চ) ‘লিডারশিপ ইস্টাইলস ইন ক্যালচারাল কনটেক্স’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন মিশিগানের ‘সাগিনা ভ্যালি স্টেট বিশ্ববিদ্যালয়’র দর্শন বিভাগের অধ্যাপক ডেভিড পি. নিকলস্।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
আরআইএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।